আমার দিন কি যাবে এই হালে।
আমি পড়ে আছি দুকূলে।
জগাই মাধাই দুটি ভাই
কাদা ফেলে মারলে গায়
তারেও তো নিলে।
আমি পাপী তাইতে ডাকি
দয়া হবে কোন কালে।
অহল্যা পাষাণী ছিল
সেও তো মানুষ হয়ে এল
তোমার ধূলাতে।
আমি তোমার কেহই নই গো
তাই কি মনে ভাবিলে।
তোমার নাম নিয়ে যদি মরি
তবু দেখব তোমারি
আর যাব কোন কূলে।
তোমা বই আর কেহ নাই আমার
মূঢ় লালন কেঁদে বলে।।
————
মহাত্মা লালন ফকির, পৃ. ৮৪-৮৫
Leave a Reply