ভানা [ bhānā ] ক্রি. শস্য থেকে তুষ আলাদা করা (ধান ভানা, ধান ভানতে শিবের গীত গাওয়া)।
☐ বি. উক্ত অর্থ (ধান ভানা এখনও চলেছে?)।
☐ বিণ. ভানা হয়েছে এমন (ভানা ধান)।
ভানাই বি. ভানার কাজ বা মজুরি।
ভানানি বি. শস্য তুষমুক্ত করা, ভানাই।
ভানানো ক্রি. বি. অন্যের দ্বারা শস্য তুষমুক্ত করা।
Leave a Reply