ভাত মারা [ bhāta mārā ] ক্রি. বি.
1 প্রচুর ভাত খাওয়া;
2 বেকার বসে অন্ন ধ্বংস করা;
3 উপার্জনের পথ বন্ধ করে দেওয়া।
ভাতুরে ভাতুড়িয়া বি. বিণ. অন্নের জন্য অপরের গলগ্রহ।
ভাতুয়া–ভেতো -র মূল রূপ।
ভাতে বিণ.
1 ভাতের সঙ্গে সিদ্ধকরা হয়েছে এমন (আলু ভাতে);
2 গরম ভাতের তাপে সিদ্ধ (মাছ ভাতে)।
☐ বি. ওইভাবে সিদ্ধ করা সবজি বা মাছ।
ভাতে-ভাত ভাত ও তার সঙ্গে সিদ্ধ করা সবজি।
Leave a Reply