ভাড়া খাটা [ bhāḍ়ā khāṭā ] ক্রি. বি. ভাড়া নিয়ে অন্যের কাজে লাগা।
ভাড়া খাটাটিয়া, ভাড়া খাটাটে বিণ.
1 ভাড়ার বিনিময়ে পাওয়া যায় এমন (ভাড়াটে বাড়ি);
2 ভাড়া খাটে এমন, ঠিকে (ভাড়াটে গাড়ি, ভাড়াটে লেখক);
3 কেবল অর্থের লোভে অন্যায় বা অনুচিত কাজ করে এমন (ভাড়াটে সাক্ষী)।
☐ বি. ভাড়াটে বাড়ির বাসিন্দা (নতুন ভাড়াটে এসেছে)।
Leave a Reply