ভাটি১ [ bhāṭi1 ], ভাঁটি — বি.
1 ইট পোড়াবার চুল্লি;
2 ধোপার কাপড় সিদ্ধ করবার বড়ো মাটির গামলার মতো পাত্র;
3 মদ চোয়াবার পাত্র বা স্হান (মদের ভাটি)।
[তু. হি. ভট্টি < সং. ভ্রষ্ট]।
ভাটিখানা বি. যেখানে দেশি মদ চোয়ানো বা চোলাই করা হয়।
ভাটি২ [ bhāṭi1 ], ভাঁটি — বি. নদ্যাদির স্বাভাবিক স্রোতের দিক, উজানের বিপরীত; নিম্নদিক।
[ভাটা দ্রঃ]
Leave a Reply