ভাঙা [ bhāṅā ] ক্রি.
1 টুকরো বা চূর্ণ করা (কাচ ভাঙা, পাথর ভাঙা);
2 দুর্বল বা হতাশ করা বা হওয়া (খবরটা শুনে সে একেবারে ভেঙে পড়ল);
3 দূর করা বা দূর হওয়া, ঘোচা বা ঘুচানো (ঘুম ভাঙা, মান ভাঙা);
4 বাতিল বা ছিন্ন হওয়া (সম্বন্ধ ভেঙে গেছে);
5 প্রকাশ করা, বুঝিয়ে দেওয়া (কথাটা ভাঙল না, ভেঙে বলো);
6 এলোমেলো হওয়া, আয়ত্তে না থাকা (আইনশৃঙ্খলা ভেঙে পড়া, রেশনব্যবস্হা ভেঙে পড়েছে);
7 ধসে পড়া (দেওয়ালটা ভেঙে পড়েছে);
8 অতিক্রম করা, টপকানো (সিঁড়ি ভাঙা, জলকাদা ভেঙে এগোল);
9 প্রচণ্ড ভিড় জমিয়ে সমবেত হওয়া (বক্তৃতা শুনতে গোটা শহর ভেঙে পড়েছে);
10 তছরূপ করা, চুরি করা (তহবিল ভাঙা)।
☐ বি. উক্ত সব অর্থে (পাথর ভাঙা সহজ নয়; দুঃখে ভেঙে পড়া খুব স্বাভাবিক, আমার পক্ষে সিঁড়ি ভাঙা সম্ভব নয়)।
☐ বিণ.
1 ভেঙেছে এমন (ভাঙাগাছ, ভাঙা দেওয়াল, ভাঙা পা);
2 নষ্ট হয়েছে এমন (ভাঙা সম্বন্ধ, ভাঙা শরীর);
3 ভাঙে এমন (হাড়ভাঙা খাটুনি);
4 হতাশ (ভাঙা মন);
5 মন্দ (ভাঙা কপাল)।
[সং. √ ভন্জ্ + বাং. আ]।
ভাঙা কপাল জোড়া লাগা ক্রি. বি. দুঃসময় শেষ হয়ে সুসময় আসা।
ভাঙাগড়া বি. কেনোকিছু ভেঙে ফেলে বা নষ্ট করে আবার নতুন করে তৈরী করা।
ভাঙাচোরা বিণ. ভেঙে টুকরো হয়ে গেছে এমন; বিনষ্ট (ভাঙা-চোরা টেবিল)।
ভাঙা-ভাঙা বিণ.
1 প্রায় ভেঙেছে এমন, ভগ্নপ্রায়;
2 বিকৃত ও অস্পষ্ট (ভাঙা-ভাঙা বাংলায় যা বলল তার মানে এই)।
আকাশ ভাঙা ক্রি. বি. প্রবল বৃষ্টি হওয়া (আকাশ ভেঙে বৃষ্টি নামল)।
ঘাড় ভাঙা ক্রি. বি. কৌশলে অন্যের খরচে নিজের কাজ হাসিল করা।
Leave a Reply