ভাগ1 [ bhāga1 ] বি.
1 ভাগ্য -র কোমল রূপ (‘আজু রজনী হাম ভাগে পোহায়নু’: বিদ্যা);
2 (শব্দের শেষে) ভাগ্য (মহাভাগ)।
ভাগ2 [ bhāga2 ] বি.
1 বাটোয়ারা, বিভাগ (দেশভাগ, সম্পত্তি ভাগ করা);
2 খণ্ড, টুকরো (শতভাগে পরিণত);
3 অংশ, বখরা (আমার ভাগ কই?);
4 কালাংশ (দিবাভাগ);
5স্হান, প্রদেশ, অঞ্চল (নিম্নভাগ উপরিভাগ);
6 (গণি.) বিভাজন, হরণ (ভাগশেষ)।
[সং. √ ভজ্ + অ]।
ভাগচাষি বি. যে চাষি কেবল উত্পন্ন ফসলের ভাগ নিয়ে অন্যের জমি চাষ করে।
ভাগধেয় বিণ.
1 যে ভাগ পায়, ভাগী;
2 উত্তরাধিকারী, দায়াদ।
☐ বি. 1 ভাগ; 2 রাজস্ব; 3 ভাগ্য।
ভাগফল বি. এক রাশিকে অপর এক রাশি দিয়ে ভাগ করলে যে ফল পাওয়া যায়, quotient.
ভাগবাটোয়ারা বি. অংশে বন্টন বা ভাগ করে দেওয়া।
ভাগশেষ বি. (গণি.) ভাগ করবার পর রাশির যে অংশ অবশিষ্ট থাকে।
ভাগহর বিণ. অংশগ্রহণকারী।
ভাগহার বি. অংশগ্রহণ।
ভাগের মা গঙ্গা পায় না (আল. প্রব.) ভাগাভাগির কাজ ঠিকমতো হয় না।
Leave a Reply