ভাঁড়1 [ bhān̐ḍ়1 ] বি. মাটির ছোটো পাত্র (ভাঁড়ের চা, একভাঁড় দই)।
[সং. ভাণ্ড]।
ভাঁড়2 [ bhān̐ḍ়2 ] বি. নাপিতের ছুরি-কাঁচি ইত্যাদি রাখার বাক্সো।
[সং. ভাণ্ডি]।
ভাঁড়3 [ bhān̐ḍ়3 ] বি. বিদূষক হালকা ঠাট্টা পরিহাস করতে ভালোবাসে এমন লোক।
[সং. ভণ্ড]।
ভাঁড়4 [ bhān̐ḍ়4 ] বি. ভাঁড়ার, ভাণ্ডার।
[সং. ভাণ্ডাগার]।
ভাঁড়ে মা ভবানী (প্রবচন) ভাণ্ডার শূন্য, নিঃস্ব অবস্হা।
Leave a Reply