ভাই [ bhāi ] বি. একই মাতাপিতার পুত্র (সহোদর) কিংবা একই পিতার কিন্তু ভিন্ন মাতার পুত্র (বৈমাত্রেয়) কিংবা একই মাতার কিন্তু ভিন্ন পিতার পুত্র; ভ্রাতা; ভ্রাতৃস্হানীয় ব্যক্তি বা তাকে সম্বোধন।
[< সং. ভ্রাতৃ]।
ভাইঝি বি. ভাইয়ের মেয়ে।
ভাইপো বি. ছোটো ভাইয়ের বা বড়ো ভাইয়ের ছেলে।
ভাইফোঁটা বি. ভ্রাতৃদ্বিতীয়ায়, কখনো-কখনো প্রতিপদে, বোন কর্তৃক ভাইয়ের কল্যাণকামনায় তার কপালে ফোঁটা দেওয়ার হিন্দু অনুষ্ঠান।
ভাইবউ বি. ভাইয়ের স্ত্রী।
ভাইবেরাদার বি. আত্মীয়স্বজন (ভাইরেরাদার পালাও এখন কাজি)।
ভাই ভাই সম্পর্ক ভ্রাতৃতুল্য স্নেহের বন্ধন।
Leave a Reply