ভস্ম [ bhasma ] বি. ছাই, কঠিন পদার্থ আগুনে পুড়ে যাবার পর যে পাতলা হালকা পদার্থ অবশিষ্ট থাকে।
[সং. √ ভস্ + মন্]।
ভস্মকীট বি. অস্বাভাবিক ক্ষুদাযুক্ত কল্পিত কীটবিশেষ; (আল.) যে ব্যক্তির ক্ষুধা সহজে শান্ত হয় না (এত খাই খাই করছ কেন? পেটে কি ভস্মকীট ঢুকেছে?)।
ভস্মলিপ্ত বিণ. ছাইমাখা (ভস্মলিপ্ত শরীর)।
ভস্মলোচন বি. রামায়ণোক্ত রাক্ষস যার দৃষ্টিপাতে শত্রু পুড়ে ছাই হয়ে যেত।
ভস্মসাত্ বিণ. ছাইয়ে পরিণত, পুড়ে ছাই হয়েছে এমন।
ভস্মস্তূপ বি. ছাইয়ের গাদা।
ভস্মাধার বি. ছাই রাখার পাত্র দাহ করার পর শবদেহের ছাই যে-পাত্রে রাখা হয়।
ভস্মাবৃত, ভস্মাচ্ছাদিত বিণ. ছাইয়ে ঢাকা।
ভস্মাবশেষ বি. দগ্ধ পদার্থের যা অবশিষ্ট থাকে।
ভস্মীকরণ বি. পুড়িয়ে ছাইয়ে পরিণত করা।
বিণ. ভস্মীকৃত।
ভস্মীভূত বিণ. সম্পূর্ণ পুড়ে ছাইয়ে পরিণত; (আল.) সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত।
Leave a Reply