ভর্তসন (ভর্ত্সন, ভর্ৎসন), ভর্তসনা (ভর্ত্সনা, ভর্ৎসনা) [ bhart-sana, bhart-sanā ] বি. তিরস্কার, ধমক, বকুনি (এই ত্রুটির জন্য তাকে যথেষ্ট ভর্ত্ সনা করা হয়েছে); নিন্দা।
[সং. √ ভর্ত্ স্ + অন + আ]।
ভর্তসক , ভর্ত্সক, ভর্ৎসক, বিণ. বি. ভর্ত্সনাকারী ।
ভর্তসিত, ভর্ত্সিত, ভর্ৎসিত বিণ. তিরস্কৃত, নিন্দিত।
স্ত্রী. ভর্তসিতা, ভর্ত্সিতা, ভর্ৎসি্তা।
Leave a Reply