ভরা [ bharā ] ক্রি.
1 পূর্ণ করা (দুধ দিয়ে বালতি ভরছে, ‘চেয়ে থাকি আঁখি ভরে’, প্রাণ ভরে গান শোনো);
2 পরিপূর্ণ হওয়া (জিনিসপত্রে ঘরটা ভরে গেছে, এতেও পেট ভরল না?);
3 ভরতি করা, পোরা (থলিতে জিনিস ভরো)।
☐ বি. ভরতি করা, ভরাট করা (‘মঙ্গলঘট হয়নি যে ভরা’: রবীন্দ্র, বোতলে তেল ভরা শেষ হয়নি)।
☐ বিণ. ভরতি, পূর্ণ (ভরা নদী, ভরা শ্রাবণ, ভরা জোয়ার, গোয়াল-ভরা গোরু, ভরা সাঁঝ)।
[সং. √ ভৃ + বাং. আ]।
ভরাট বি. পূর্তি; পূরণ (গর্ত ভরাট করা)।
☐ বিণ. পূর্ণ, পূরিত।
ভরাডুবি বি. ভরা নৌকো বা বোঝাই নৌকো ডুবে যাওয়া; (আল.) সমূহ সর্বনাশ।
ভরানো ক্রি. বি.
1 পূর্ণ করানো, ভরতি করানো (পেট ভরানোর চিন্তা, পেট ভরাবার চিন্তা);
2 বোঝাই করানো (মাল দিয়ে নৌকা ভরানো)।
ভরা নদী বি. তীর পর্যন্ত জলে ছাপিয়ে যায় এমন নদী।
ভরা যৌবন বি. পূর্ণ যৌবন।
ভরাভরতি বিণ. পুরোপুরি ভরতি; একেবারে ভরতি।
Leave a Reply