ভর1, ভোর [ bhara1, bhōra ] বিণ. (সচ. শব্দের শেষে) সমস্ত; পূর্ণ (রাতভর গদান, দিনভর বৃষ্টি, জীবনভর যন্ত্রণা ভোগ)।
[< ভরিয়া]।
ভরদুপুর বি. গনগনে দুপুর, ঠিক দুপুরবেলা।
ভরসন্ধ্যা বি. ঠিক সন্ধ্যাবেলা।
ভর2 [ bhara2 ] বি.
1 ভার, ওজন (ভর সহ্য করা, শরীরের ভর);
2 ঠেকনা, নির্ভর, অবলম্বন (দেওয়ালে ভর দিয়ে দাড়ানো, ভাগ্যের উপর ভর করা);
3 (বিজ্ঞা.) পদার্থের মাত্রা,mass.
[সং. √ ভৃ + অ]।
ভর3 [ bhara3 ] বি. পূর্ণতা, আতিশয্য (ভক্তিভরে, স্নেহভরে)। [ভর2 দ্র]।
ভর4 [ bhara4 ] বি. (লোক বিশ্বাসে) প্রেতযোনি দেবতা প্রভৃতির অধিষ্ঠান (পেতনি ভর করেছে)।
[ভর2 দ্র]।
Leave a Reply