ভোর1 [ bhōra1 ] বি. ভর1-এর রূপভেদ (জীবনভোর, রাতভোর)।
বিণ. (সচ. শব্দের শেষে) সমস্ত; পূর্ণ (রাতভর গদান, দিনভর বৃষ্টি, জীবনভর যন্ত্রণা ভোগ)।
[< ভরিয়া]।
ভোর2 [ bhōra2 ] বিণ. তন্ময় বিভোর, অভিভূত (স্বপ্নে ভোর, নেশায় ভোর) [বিভোর. -এর খণ্ডিত রূপ]।
ভোর3 [ bhōra3 ] বি.
1 উষা, প্রত্যুষ (ভোরের হাওয়া);
2 রাতের অবসান, নিশাবসান (ভোর হল);
3 শেষ, অবসান (‘নিশা অবসানে’: রবীন্দ্র)।
[হি. ভর]।
ভোরাই বি
1ভোরবেলার গান;
2 ভোরবেলার স্তব।
☐বিণ. প্রাতঃকালীন (ভোরাই গান)।
Leave a Reply