ভব [ bhaba ] বি.
1 ইহলোক, সংসার (ভববন্ধন);
2 সত্তা;
3 স্হিতি;
4 প্রাপ্তি;
5 পৃথিবী (ভবের হাট, ভবলীলা সাঙ্গ করা);
6 শিব, কল্যাণ, মঙ্গল।
☐ বিণ. (সমাসে উত্তরপদরূপে) উত্পন্ন, জাত (তদ্ভব)।
[সং. √ ভূ + অ]।
ভবঘুরে বিণ. বি. বিনা কাজে সর্বত্র ঘুরে বেড়ায় এমন; বাউণ্ডুলে।
ভবতারণ বিণ. সংসারবন্ধন থেকে মুক্তিদাতা, সংসার যন্ত্রণা থেকে মুক্তি দেন এমন (ভবতারণ বিষ্ণু)।
☐ বি. বিষ্ণু।
ভবতারিণী বিণ. স্ত্রী. মোক্ষদাত্রী।
☐ বি. দুর্গা।
ভবপার বি. সংসারসমুদ্র পার বা উত্তরণ অর্থাত্ সংসারযাত্রা থেকে মুক্তি।
ভবপারাবার বি. সংসার সমুদ্র।
ভববন্ধন বি. পার্থিব জীবনের বন্ধন।
ভবভবন বি. 1 শিবের আলয় কৈলাস; 2 জগত্, সৃষ্টি।
ভবভয় বি. 1 পৃথিবীতে জীবরূপে অবস্হিতির ভয়; 2 পূনর্জন্মের ভয়।
ভবভার বি. সাংসারিক ও জাগতিক দুঃখকষ্টের বোঝা।
ভবমণ্ডল বি. জগত্, পৃথিবী, সমগ্র সৃষ্টি।
ভবযন্ত্রণা বি. পার্থিব জীবনের দুঃখকষ্ট।
ভবলীলা বি ইহজীবনের কার্যাবলি; সংসারযাত্রা; পৃথিবীতে জীবনযাত্রা; জীবদ্দশা।
ভবলোক বি. পৃথিবী, মরজগত্।
ভবসংসার, ভবসাগর, ভবসিন্ধু — ভবপারাপার -এর অনুরূপ।
Leave a Reply