ভণ্ড1 [ bhaṇḍa1 ] বিণ. নষ্ট, বিপর্যস্ত (লণ্ডভণ্ড)।
[ভণ্ডুল দ্র]।
ভণ্ড2 [ bhaṇḍa2 ] বিণ.
1 কপট, ভানকারী, ছদ্ম (ভণ্ড সন্ন্যাসী);
2 শঠ, প্রতারক।
☐ বি. কপট বা ধূর্ত ব্যক্তি, প্রতারক (তুমি দেখছি একটা ভণ্ডের পাল্লায় পড়েছ)।
[সং. √ ভণ্ড্ + অ]।
ভণ্ডন বি. ভাঁড়ানো প্রতারণা।
ভণ্ডানো ক্রি. বি. (কাব্যে) ঠকানো, প্রতারণা করা, ভাঁড়ানো।
ভণ্ডামি বি. ভান, কপটতা; প্রতারণা।
Leave a Reply