ব্রাহ্ম [ brāhma ] বিণ.
1 ব্রহ্মসম্বন্ধীয়;
2 ব্রহ্মজ্ঞানসম্পন্ন।
☐ বি. ব্রাহ্মধর্মাবলম্বী।
[সং. ব্রহ্মন্ + অ]।
ব্রাহ্মধর্ম বি. রামমোহন রায়ের ভাবধারানুসারী একেশ্বরবাদী ধর্মবিশেষ।
ব্রাহ্মবিবাহ বি.
1 বরকে আহ্বানপূর্বক যথাবিধি কন্যাদান;
2 ব্রাহ্মধর্মের নিয়মানুসারে বিবাহ।
ব্রাহ্মমুহুর্ত বি. সূর্যোদয়ের অব্যবহিত পূর্ববর্তী দুই দণ্ডকাল; সূর্যোদয়ের পূর্বমূহূর্ত।
ব্রাহ্মসমাজ বি. ব্রাহ্মধর্মাবলম্বীদের সম্প্রদায়।
Leave a Reply