ব্রহ্ম1 [ brahma1 ] বি. বর্মা (বর্ত. মায়ানমার) দেশ।
[তু. ইং. Burma]।
ব্রহ্ম2 [ brahma2 ] (-হ্মন্) বি.
1 নির্গুণ পরমাত্মা, পরব্রহ্ম, পরমপুরুষ, অদ্বিতীয় পরমেশ্বর;
2 পরমতত্ত্ব, পরম সত্য (ব্রহ্মজ্ঞান);
3 বিধাতা;
4 তপস্যা (ব্রহ্মচর্য);
5 বেদমন্ত্র;
6 ব্রহ্মা;
7 ওঙ্কার।
[সং. √ বৃংহ্ + মন্]।
ব্রহ্মচর্য বি.
1 বেদাদি শাস্ত্রানুশীলন এবং পবিত্র জীবনযাপন;
2 যৌনসংগম, মৈথুনবর্জিত সংযম।
ব্রহ্মচর্যাশ্রম হিন্দুশাস্ত্র-অনুমোদিত জীবনের প্রথম অবস্হা।
ব্রহ্মচারী (-রিন্) বিণ. বি.
1 ব্রহ্মচর্যপালনকারী;
2 (উপনয়নান্তে) গুরুগৃহে অধ্যয়নরত ব্রাহ্মণকুমার।
স্ত্রী. ব্রহ্মচারিণী।
ব্রহ্মজ্ঞ বিণ. ব্রহ্মজ্ঞানসম্পন্ন।
ব্রহ্মজ্ঞান বি. ব্রহ্মের স্বরূপ সম্বন্ধীয় জ্ঞান, তত্ত্বজ্ঞান।
ব্রহ্মজ্ঞানী (-নিন্) বিণ. বি.
1 ব্রহ্মজ্ঞান আছে এমন;
2 ব্রহ্মজ্ঞানবিত্;
3 (বাং.) ব্রাহ্মধর্মাবলম্বী।
ব্রহ্মণ্য বিণ. ব্রহ্মসম্বন্ধীয় বা ব্রাহ্মণসম্বন্ধীয় (ব্রহ্মণ্যশক্তি)।
☐ বি.
1 ব্রহ্মতেজ;
2 ব্রাহ্মণের হিতকারী দেবতা নারায়ণ (ব্রহ্মণ্যদেব)।
ব্রহ্মতালু বি. মাথার চাঁদি; ব্রহ্মরন্ধ্রের উপরিভাগ।
ব্রহ্মতেজ বি.
1 ব্রহ্মজ্ঞানজনিত শক্তি;
2 ব্রাহ্মণের শক্তি।
ব্রহ্মত্ব বি. ব্রহ্মের বা ব্রহ্মতুল্য ভাব বা পদ।
ব্রহ্মদেব বি. নারায়ণ, বিষ্ণু।
ব্রহ্মদৈত্য বি. ব্রাহ্মণের প্রেতযোনি, ব্রাহ্মণের ভূত।
ব্রহ্মনাভ বি. বিষ্ণু।
ব্রহ্মপুরী বি.
1 ব্রহ্মের বাসস্হান;
2 পুরাণোক্ত সপ্তলোকের মধ্যে উচ্চতম লোক;
3 স্বর্গ।
ব্রহ্মবন্ধু বি হীন বা পতিত ব্রাহ্মণ।
ব্রহ্মবাদ বি.
1 ব্রহ্মতত্ত্ব বা ব্রহ্মতত্ত্বে বিশ্বাস;
2 একেশ্বরবাদ, কেবল ব্রহ্মে বিশ্বাস।
ব্রহ্মবাদী (-দিন্) বিণ.
1 ব্রহ্মবিদ্যার প্রবক্তা;
2 বেদাধ্যায়ী;
3 ব্রহ্মজ্ঞানী;
4 একেশ্বরবাদী, কেবল ব্রহ্মের অস্তিত্বে বিশ্বাসী;
5 বৈদান্তিক।
স্ত্রী. ব্রহ্মবাদিনী।
ব্রহ্মবিদ্যা বি. ব্রহ্মজ্ঞান বা তদ্বিষয়ক শাস্ত্র।
ব্রহ্মবিহার বি. (বৌ. শা.) সর্ব অবস্হায় বিশ্বজনীন মৈত্রী, করুণা মুদিতা অর্থাত্ অন্যের সুখে সুখবোধ ও উপেক্ষা-এই চারপ্রকাকার ভাবনা, যা বৌদ্ধমতে ব্রহ্মলোকে যাবার উপায়।
ব্রহ্মবৈবর্ত বি. অষ্টাদশ পুরাণের অন্যতম।
ব্রহ্মময়ী বি. কালিকাদেবী, কালী (‘ব্রহ্মময়ী তারা তুমি’: রা. প্র.)।
ব্রহ্মরন্ধ্র বি. ব্রহ্মতালুর কেন্দ্র বা কেন্দ্রস্হিত ছিদ্র; জীবাত্মার শাস্ত্রোক্ত নিষ্ক্রমণপথ।
ব্রহ্মর্ষি বি. ঋষি নামের যোগ্য ব্রাহ্মণ, ঋষিব্রাহ্মণ।
ব্রহ্মলোক–ব্রহ্মপুরী -র অনুরূপ।
ব্রহ্মশাপ বি. ব্রাহ্মণের অভিশাপ।
ব্রহ্মশির, ব্রহ্মশিরা বি. পুরাণোক্ত মহামন্ত্রবিশেষ।
ব্রহ্মসংগীত বি. ব্রহ্মের উপাসনাগীত, ব্রহ্মের পূজক বা ব্রাহ্মধর্মাবলম্বীদের দ্বারা রচিত গীত।
ব্রহ্মসংহিতা বি.
1 চৈতন্যদেব দাক্ষিণাত্য থেকে যে বৈষ্ণবগ্রন্হ সংগ্রহ করেছিলেন;
2 ব্রহ্মজ্ঞানবিষয়ক বৈদিক গ্রন্হবিশেষ।
ব্রহ্মসাবর্ণি বি. দশম মনু।
ব্রহ্মসূত্র বি.
1 পইতে, উপবীত;
2 বাদরায়ণকৃত বেদান্তসূত্র।
ব্রহ্মস্ব বি. ব্রাহ্মণের সম্পত্তি।
ব্রহ্মহত্যা বি. ব্রাহ্মণবধ।
Leave a Reply