ব্রজ [ braja ] বি.
1 গোষ্ঠ (ব্রজবিহারী);
2 পথ (‘বৃন্দাবনের ব্রজে ব্রজে’, পদব্রজে);
3 সমূহ (গিরিব্রজ);
4 শ্রীকৃষ্ণের বাল্যলীলাভূমি বলে বর্ণিত মথুরার নিকটবর্তী গ্রামবিশেষ (ব্রজের কানাই)।
[সং. ব্রজ্ + অ]।
ব্রজকিশোর, ব্রজদুলাল, ব্রজবল্লভ, ব্রজমোহন, ব্রজরাজ, ব্রজসুন্দর বি. শ্রীকৃষ্ণ।
ব্রজকিশোরী, ব্রজসুন্দরী বি. শ্রীরাধা।
ব্রজবুলি বি. বৈষ্ণব পদাবলি-সাহিত্য ব্যবহৃত প্রাচীন মৈথিলি কবি বিদ্যাপতির ভাষার অনুকরণে সৃষ্ট কৃত্রিম ও মিশ্রভাষাবিশেষ।
ব্রজভাষা বি. হিন্দিভাষার শাখাবিশেষ।
ব্রজলীলা বি. ব্রজধামে শ্রীকৃষ্ণের মধুর লীলা।
ব্রজাঙ্গনা বি. ব্রজগ্রামের অধিবাসিনী গোপনারী।
ব্রজেন্দ্র, ব্রজেশ্বর বি. শ্রীকৃষ্ণ।
ব্রজেশ্বরী বি. শ্রীরাধা।
ব্রজ্যা বি. ভ্রমণ, পর্যটন।
Leave a Reply