ব্যাস [ byāsa ] বি.
1 বৃত্তের কেন্দ্র ভেদ করে দুইদিকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা;
2 বৃত্তের সর্বাধিক প্রস্হ;
3 বিভাগ;
4 বিস্তার।
☐ বি. কৃষ্ণদ্বৈপায়ন, বেদব্যাস।
[সং. বি + আ + √ অস্ + অ]।
ব্যাসার্ধ বি. বৃত্তের ব্যাসের অর্ধেক; বৃত্তের কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত বিস্তৃত সরলরেখা।
Leave a Reply