ব্যাজ1 [ byāja1 ] বি. দল পেশা ইত্যাদির নির্দেশক তকমা।
[ইং. badge]।
ব্যাজ2 [ byāja2 ] বি.
1 ছল (‘কি কাজে এ ব্যাজ আমি বুঝিতে না পারি’: মধু.);
2 কপটতা;
3 বিঘ্ন;
4 (বাং.) বিলম্ব;
5 সুদ।
[সং. বি + √ অজ্ +অ]।
ব্যাজস্তুতি বি.
1 কপট স্তুতি;
2 (অল.) নিন্দাচ্ছলে স্তুতি বা স্তুতিচ্ছলে নিন্দারূপ অলংকার-যথা ‘অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ’: ভা. চ.)।
ব্যাজোক্তি বি. ছলপূর্ণ কথা; ছল দ্বারা প্রকৃত বক্তব্যকে গোপন করা।
Leave a Reply