ব্যাখ্যা, ব্যাখ্যান [ byākhyā, byākhyāna ] বি.
1 বিশদ বিবরণ বা বর্ণনা (নীতি ব্যাখ্যা করা);
2 টীকা, অর্থাদির বিবৃতি বা বিশদ বিবরণ (ব্যাখ্যা পুস্তক);
3 বিশদ বিবরণ দান।
[সং. বি + আ + √ খ্যা + অ + আ, অন]।
ব্যাখ্যাত বিণ. ব্যাখ্যা করা হয়েছে এমন।
ব্যাখ্যাতা (-তৃ) বিণ. ব্যাখ্যাকারী।
ব্যাখ্যেয় বিণ. ব্যাখ্যাযোগ্য, ব্যাখ্যা করতে হবে এমন।
Leave a Reply