ব্যাং1 [ byā1 ] বি.
চার পা-বিশিষ্ট লেজহীন উভচর প্রাণীবিশেষ, ভেক, মণ্ডূক।
[হি. বেঁগ < সং. ব্যঙ্গ]।
ব্যাঙের আধুলি (আল.) অতি দরিদ্র ব্যক্তির যত্সামান্য সঞ্চয়।
ব্যাঙের ছাতা বি. ছত্রাক।
ব্যাঙের সর্দি সহজেই ধরা যায় এমন ভণ্ডামি বা ভান।
ব্যাং2 [ byā2 ] বি. ছিটকিনি, জানলা বা দরজার পাল্লা খুলে রাখার সুবিধার জন্য (সচ.) কাঠের কবজাবিশেষ।
[দেশি]।
Leave a Reply