ব্যস্ত [ byasta ] বিণ.
1 ব্যগ্র, ব্যাকুল, অস্হির, উত্কণ্ঠিত, উদ্গ্রীব (ব্যস্ত হয়ে ছুটে এল);
2 ব্যাপৃত, নিযুক্ত (কাজে ব্যস্ত থাকা);
3 বিক্ষিপ্ত, বিভক্ত।
[সং. বি + √ অস্ + ত]।
বি. ব্যস্ততা।
ব্যস্তবাগীশ বি. (সচ. ব্যঙ্গে) মাত্রাতিরিক্তভাবে ব্যাকুল বা অস্হির হয়ে ওঠে এমন।
ব্যস্তসমস্ত বি. অত্যন্ত ব্যস্ত, অস্হির।
Leave a Reply