ব্যয় [ byaẏa ] বি.
1 খরচ (অর্থব্যয়);
2 ক্ষয় (শক্তিব্যয়);
3 প্রয়োগ, ব্যবহার (বুদ্ধিব্যয়);
4 অপচয়, নাশ (জীবন ব্যয়)।
[সং. বি + ই + অ]।
ব্যয়কুণ্ঠ বিণ. কৃপণ।
বি. ব্যয়কুণ্ঠতা।
ব্যয়ন বি. খরচ করা, প্রাপ্য অর্থ প্রদান, disbursement (স.প.)।
ব্যয়বরাদ্দ বি. খরচের জন্য নির্ধারণ, খরচের জন্য নির্দিষ্ট ভাগ।
ব্যয়বহুল বিণ. অধিক ব্যয়সাপেক্ষ, বেশি ব্যয় হয় এমন।
বি. ব্যয়বহুলতা, ব্যয়বাহুল্য।
ব্যয়লাঘব বি. ব্যয় কমানো।
ব্যয়সাধ্য, ব্যয়সাপেক্ষ বিণ. বেশি খরচ হয় এমন, বেশি ব্যয় না করলে সাফল্য লাভ হয় না এমন।
ব্যয়সংকোচ বি. ব্যয়কমানো, ব্যয়লাঘব, ব্যয়সংক্ষেপ।
ব্যয়াধিক্য বি. অধিক ব্যয়, বেশি ব্যয়।
ব্যয়িত বিণ. ব্যয় বা খরচ করা হয়েছে এমন।
ব্যয়ী (-য়িন্) বিণ. ব্যয়কারী; খরুচে।
Leave a Reply