ব্যভিচার [ byabhi-cāra ] বি.
1 অন্যায় বা গর্হিত আচরণ;
2 স্ত্রী-পুরুষের অবৈধ যৌনসম্পর্ক;
3 কপট আচার (বিনয়ের ব্যভিচার, সৌজন্যের ব্যভিচার);
4 স্খলন।
[সং. বি + অভিচার]।
ব্যভিচারী (-রিন্) বিণ.
1 ব্যভিচারকারী;
2 অন্যথাচারী;
3 (দর্শ.) অব্যাপ্ত;
4 অতিব্যাপ্ত।
☐ বি. (অল.) রসসৃষ্টির ব্যাপারে স্হায়ীভাবে পুষ্টিসাধক অস্হায়ী ভাববিশেষ।
স্ত্রী. ব্যভিচারিণী।
Leave a Reply