ব্যবহার [ byaba-hāra ] বি.
1 আচরণ (বন্ধুর মতো ব্যবহার);
2 আইন (ব্যবহারজীবী);
3 মামলা, মোকদ্দমা;
4 প্রয়োগ (ওষুধ ব্যবহার);
5 কাজে প্রয়োগ (জিনিসটা ব্যবহার করে দেখো);
6 বিষয়কর্ম;
7 (বিরল) বাণিজ্য;
8 (আঞ্চ.) উপহার, লৌকিকতার জন্য প্রদত্ত বস্তু।
[সং. বি + অব + √ হৃ + অ]।
ব্যবহারজীবী (-বিন্) বি. উকিল, ব্যারিস্টার প্রভৃতি আইনজীবী।
ব্যবহারদেশক বি. আটর্নি বা সলিসিটর (স.প.)।
ব্যবহারবিধি বি.
1 আইনশাস্ত্র;
2 স্মৃতিশাস্ত্র;
3 কোনো জিনিসের প্রয়োগবিধি।
ব্যবহারযোগ্য বিণ. ব্যবহার করা বা কাজে লাগানো যায় এমন, ব্যবহার্য।
ব্যবহারশাস্ত্র বি.
1 আইনগ্রন্হ;
2 স্মৃতিগ্রন্হ।
ব্যাবহারিক, ব্যবহারিক বিণ.
1 প্রয়োগ বা ব্যবহার সম্বন্ধীয়, কাজে লাগানো যায় এমন, applied;
2 আইনবিষয়ক;
3 সাংসারিক (ব্যাবহারিক জীবন);
4 (দর্শ.) অবাস্তব অথচ ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন (ব্যাবহারিক সত্য)।
ব্যবহর্তব্য, ব্যবহার্য বিণ. ব্যবহারযোগ্য; ব্যবহার করতে হবে এমন।
ব্যবহর্তা (-র্তৃ) বিণ.
1 ব্যবহারকারী;
2 বিচারক।
ব্যবহৃত বিণ. ব্যবহার করা হয়েছে এমন।
Leave a Reply