ব্যতিরেক [ byati-rēka ] বি.
1 অভাব (শিক্ষাব্যতিরেকে, অন্বয় ব্যতিরেক);
2 ভেদ, প্রভেদ;
3 অতিক্রম;
4 আধিক্য, বৃদ্ধি;
5 (অল.) যে অলংকারে উপমানের চেয়ে উপমেয়কে অধিকতর প্রধান্য দিয়ে বর্ণনা করা হয় যেমন ‘খঞ্জন-গঞ্জন আঁখি’।
[সং. বি + অতি + √ রিচ্ + অ]।
ব্যতিরেকী (-কিন্) বিণ.
1 অভাববিশিষ্ট;
2 পার্থক্যবিশিষ্ট।
ব্যতিরেকে ক্রি-বিণ. বাদে, ব্যতীত, ছাড়া, নাহলে (শিক্ষা ব্যতিরেকে উন্নতি নেই)।
Leave a Reply