ব্যতিক্রম [ byati-krama ] বি.
1 অন্যথা, ব্যত্যয়, exception (নিয়মের ব্যতিক্রম),
2 লঙ্ঘন, নিয়ম ক্রম ইত্যাদির বিপর্যয়, বৈপরীত্য, বিপর্যাস।
[সং. বি + অতি + √ ক্রম্ + অ]।
ব্যতিক্রমী বিণ.
1 ব্যতিক্রম করে এমন;
2 ব্যতিক্রম হিসাবে অর্থাত্ বিশিষ্ট বা অসাধারণ হিসাবে গণনীয় (ব্যতিক্রমী লেখক, ব্যতিক্রমী শিল্পী)।
ব্যতিক্রান্ত বিণ.
1 ব্যতিক্রমযুক্ত, লঙ্ঘিত;
2 অতিক্রান্ত, বিগত (ব্যতিক্রান্ত যুগ)।
Leave a Reply