বোল1 [ bōla1 ] বি. বউল -এর কথ্য রূপ, মুকুল (আমের বোল)।
বোল2 [ bōla2 ] বি.
1 বুলি, কথা (বোল ফুটেছে);
2 বাজনার গত্;
3 বাদ্য।
[প্রাকৃ. বোল্ল]।
বোলকাটাকাটি বি. (আঞ্চ.) কবিগানের চাপান-উতোর বা যুক্তি কাটাকাটি।
বোলচাল বি.
1 চতুর ও চটুল কথাবার্তা ও আচরণ (বোলচাল বেশ শিখে নিয়েছে);
2 চালাকি (বেশই বোলচাল দিয়ো না)।
বোলবোলা, বোলবোলাও বি.
1 প্রভাব-প্রতিপত্তি, প্রতাপ;
2 হাঁকডাক, নামডাক (গ্রামে তাদের বোলাবোলাও খুব)।
☐ বিণ. প্রতাপশালী (বোলবোলাও কারবার)।
Leave a Reply