বোমা1 [ bōmā1 ] বি. ছুড়ে মারা হয় এমন মারাত্মক বিস্ফোরক অস্ত্রবিশেষ বা ওই জাতীয় আতশবাজিবিশেষ।
[পো. bomba]।
বোমাবাজি বি. বোমা ছোড়াছুড়ি।
বোমারু বিণ. বোমা-নিক্ষেপক, যা থেকে বোমা নিক্ষেপ করা হয় (বোমারু বিমান)।
বোমা2 [ bōmā2 ] বি. জল ইত্যাদি তোলবার যন্ত্রবিশেষ, পাম্প।
[তু. ইং. pump]।
বোমা3 [ bōmā3 ] বি. বস্তা থেকে চাল গম প্রভৃতির নমুনা বার করে দেখার জন্য ব্যবহৃত লোহার সরুমুখ শলাকাবিশেষ।
[দেশি]।
Leave a Reply