বোকা [ bōkā ] বিণ. বুদ্ধিহীন, নির্বোধ।
[তু. সং. বুক্ক, বর্কর (=ছাগ), হি. বোক]।
বোকাকান্ত, বোকারাম বিণ. বি. বোকার সেরা, মহাবোকা, অতি বোকা।
বোকা বনা ক্রি. বি. বোকা প্রতিপন্ন হওয়া।
বোকা বানানো ক্রি. বি. জব্দ করা, ঠকানো।
বোকামি, বোকামো বি. বোকার ভাব বা আচরণ।
Leave a Reply