বৈর [ baira ] বি. শত্রুতা (জাতিবৈর)।
[সং. বীর + অ]।
বৈরনির্যাতন বি. শত্রুপীড়ন, শত্রুর প্রতি প্রতিহিংসা গ্রহণ।
বৈরসাধন বি. শত্রুতা করা।
বৈরিতা বি. শত্রুতা; বিদ্বেষ।
বৈরী (-রিন্) বিণ. বি. শত্রু, বিদ্বেষী।
বৈরীদমন বি. শত্রুদমন।
বৈরীভাবাপন্ন বিণ. শত্রুর মতো মনোভাবযুক্ত, শত্রুভাবাপন্ন।
Leave a Reply