বৈতাল1, বৈতালিক1 [ baitāla1, baitālika1 ] বি.
1 স্তুতিপাঠক, চারণ, স্তুতিগানের গায়ক (‘বসন্তের বৈতালিক যবে উচ্চারিবে আবাহনী’: সু. দ.);
2 (বাং.) রাজারাজড়াদের ঘুম ভাঙানোর জন্য স্তুতিপাঠকের গান।
[সং. বি + তাল + অ, ইক]।
বৈতাল2, বৈতালিক2 [ baitāla2, baitālika2 ] বিণ.
বেতাল-সম্বন্ধীয়।
[সং. বেতাল + অ, ইক]।
বৈতালিকী বিণ. বৈতালিক -এর স্ত্রীলিঙ্গ।
বৈতালী বিণ. বৈতাল -এর স্ত্রীলিঙ্গ।
Leave a Reply