বেহিসাব [ bēhisāba ] বি.
1 অপরিণামদর্শিতা, হঠকারিতা;
2 অসতর্কতা।
☐ বিণ.
1 হিসাববিহীন;
2 অসংখ্য;
3 অবাধ;
4 অপরিণামদর্শী, হঠকারী;
5 অসতর্ক।
[ফা. বে + আ. হিসাব]।
বেহিসাবি বিণ.
1 হিসাব করে চলে না এমন (বেহিসাবি লোক);
2 যে-কাজে হিসাব বা বিবেচনা নেই (বেহিসাবি কাজ);
3 হঠকারী, অসতর্ক।
Leave a Reply