বেসুর [ bēsura ] বি. ভুল সুর (‘বেসুরে ধরিনু গান’: য. সে.)।
☐ বিণ.
1 সঠিক সুরের বহির্ভূত; সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন;
2 শ্রুতিকটু।
[ফা. বে + বাং. সুর]।
বেসুরো বিণ.
1 সঠিক সুরের বহির্ভূত;
2 সুর ঠিক থাকে না বা ঠিক রাখতে পারে না এমন (বেসুরো বাঁশি);
3 শ্রুতিকটু (বেসুরো গান);
4 ব্যাহত, খাপছাড়া বা অসহ্য (বেসুরো জীবন)।
Leave a Reply