বেষ্ট [ bēṣṭa ] বি.
1 বেড়া, বেষ্টনী;
2 বেষ্টন, ঘেরা।
[সং. √ বেষ্ট্ + অ]।
বেষ্টক বিণ. বেষ্টনকারী।
বেষ্টন বি.
1 ঘেরা;
2 জড়ানো;
3 ঘেরাও;
4 প্রদক্ষিণ;
5 বেষ্টনী, বেড়া;
6 বেড়, পরিধি।
বেষ্টবংশ বি. বেউড় বাঁশ।
বেষ্টনী বি.
1 যা দিয়ে বেষ্টন করা হয় (পুলিশের বেষ্টনী ভেঙে ফেলল জনতা);
2 বেড়া, প্রাচীর;
3 বন্ধনী-চিহ্ন, ব্র্যাকেট।
বেষ্টা ক্রি. (কাব্যে) বেষ্টন করা।
বেষ্টিত বিণ. বেষ্টন করা হয়েছে এমন (অনুরাগীদের দ্বারা বেষ্টিত)।
Leave a Reply