বেশ1 [ bēśa1 ] বিণ.
1 উত্তম, চমত্কার (বেশ ছেলে);
2 যথেষ্ট, সংখ্যায় বা পরিমাণে অধিক (বেশকিছু টাকা, বেশ খানিকটা তেল, বেশ কিছুদিন আগে)।
☐ ক্রি-বিণ.
1ভালোভাবে, উত্তমরূপে (বেশ করে বুঝিয়ে দেওয়া, বেশ করে কান মলে দাও);
2 বিলক্ষণ (সে বেশ খেতে পারে, সে আজকাল বেশ কামাচ্ছে)।
☐ অব্য. অনুমোদনসূচক (বেশ, তবে তাই হোক)।
[ফা. বেশ্]।
বেশ2 [ bēśa2 ] বি. সজ্জা, পোশাক।
[সং. √ বিশ্ + অ]।
বেশধারী ( রিন্) বিণ. বেশ ধারণ করেছে বা পরেছে এমন (বিচিত্র বেশধারী লোক)।
বেশবাস, বেশভূষা বি. সাজসজ্জা, বসনভূষণ (বিচিত্র বেশভূষা)।
বেশবিন্যাস বি. সাজসজ্জাকরণ।
বেশবেশী (-শিন্) বিণ. বেশধারী (সাধুবেশী, ছদ্মবেশী)।
স্ত্রী. -বেশিনী।
Leave a Reply