বেলে [ bēlē ] বিণ. বালুকাপূর্ণ (বেলে মাটি)।
☐ বি. (বালির মধ্যে থাকে এমন) মাছবিশেষ।
[বাং. বালি + ইয়া > এ]।
বেলেখেলা বি. ছেলে-ভুলানো বা নামেমাত্র খেলা।
বেলেপাথর বি. যে পাথরে বালির অংশ থাকে।
বেলেমাটি বি. বালুকাপূর্ণ মাটি।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply