বেলা1 [ bēlā1 ] বি. বেলফুল, মল্লিকা।
[প্রাকৃ. বেল্লি > বাং. বেল + আ]।
বেলা2 [ bēlā2 ] বি.
1 সমুদ্রের তীর;
2 সমুদ্রের জোয়ার-ভাটা;
3 সীমা।
[সং. √ বেল্ + অ + আ]।
বেলাভূমি বি. সমুদ্র বা নদীর তীরদেশ।
বেলা3 [ bēlā3 ] বি.
1 সময় (বেলা বারোটা, সকালবেলা);
2 দিনমান, দিবাভাগ (‘বেলা যে পড়ে এল’: রবীন্দ্র);
3 (পূর্বাহ্নে) বিলম্ব, কালাতিক্রম (বেলা হয়ে গেল, বেশি বেলা কোরো না);
4 ব্যাপ্তি, পরিসর (জীবনের বেলা)
5 অবসর, সুযোগ (এই বেলা কথাটা বলে ফেলি);
6 কাল, বয়স (ছেলেবেলা)।
☐ (বাং.) অব্য. অনু. পক্ষে, সম্বন্ধে (নিজের বেলা, তার বেলা, পরের বেলায়)।
[সং. √ বেল্ + অ + আ]।
বেলা পড়া ক্রি. বি. বিকাল হয়ে আসা।
বেলা বাড়া ক্রি. বি. মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া (বেলা বাড়ছে, বাড়ি যাই)।
বেলা হওয়া ক্রি. বি. দেরি হওয়া; মধ্যাহ্নের দিকে দিবাভাগ অগ্রসর হওয়া।
বেলাবেলি ক্রি-বিণ. দিনের আলো থাকতে থাকতে।
বেলা4 [ bēlā4 ] ক্রি. বি. বেলুন দিয়ে চাকির উপর চেপে আটা ময়দার পিণ্ড পাতলা করা।
☐ বিণ. উক্ত অর্থে (কালকের বেলা রুটি)।
[সং. √ বেল্ল্ + বাং. আ]।
Leave a Reply