বেনাম [ bēnāma ] বি. প্রকৃত মালিক কর্তা প্রণেতা প্রভৃতির নামের বদলে ব্যবহৃত অন্য ব্যক্তির নাম।
[ফা. বে + বাং. নাম]।
বেনামদার বি. প্রকৃত মালিকের বদলে যার নাম ব্যবহৃত হয়েছে।
বেনামা, বেনামি বিণ.
1 প্রকৃত মালিকের নাম গোপন করে অন্যের নাম মালিকরূপে প্রচার করা হয়েছে এমন (বেনামা সম্পত্তি);
2 লেখকের বা প্রেরকের নামের উল্লেখ নেই এমন (বেনামা চিঠি);
3 নামহীন (বেনামি ফুল)।
Leave a Reply