বেধ [ bēdha ] বি. 1 গভীরতা, স্হূলতা (দৈর্ঘ্য প্রস্হ ও বেধ); 2 বিঁধ; ছিদ্র; 3 বিদ্ধকরণ (কর্ণবেধ, ‘সহজেই লক্ষ্য বেধ করে’: বুদ্ধ.); 4 (জ্যোতিষ.) বিবাহাদি শুভকর্মনিষেধক গ্রহসংস্হানবিশেষ।
[সং. √ বিধ্ + অ]।
বেধক বিণ. বিদ্ধকারী।
বেধন বি. বিদ্ধকরণ।
বেধনী, বেধনিকা বি. বেধনযন্ত্র, শলাকা, ছুঁচ।
বেধনীয়, বেধ্য বিণ. বেধনযোগ্য, বেধনসাধ্য।
বেধিত বিণ. বিদ্ধ করা হয়েছে এমন।
বেধী (-ধিন্) বিণ. বেধক, বেধনকারী।
Leave a Reply