বেদ [ bēda ] বি.
1 হিন্দুদের প্রাচীনতম অপৌরুষেয় শাস্ত্রগ্রন্হ ও সাহিত্য যা ঋক্ সাম যজুঃ ও অথর্ব এই চার ভাগে বিভক্ত; প্রত্যক্ষ বা অনুমানে দ্বারা অনধিগম্য জ্ঞান যে-গ্রন্হে বিধৃত আছে;
2 বেদবাক্যতুল্য অমোঘ বা সত্যবাক্য (‘শূর্পণখা রাণ্ডীর কথা তোরে হল বেদ’: কৃত্তি.)।
[সং. √ বিদ্ + অ]।
বেদজ্ঞ বিণ. বেদের বিষয়ে পণ্ডিত (বেদজ্ঞ ব্রাহ্মণ)।
বেদবাক্য বি. 1 অবশ্যপালনীয় আদেশ; 2 অভ্রান্ত উক্তি, ধ্রুব সত্য।
বেদবিত (বেদবিত, বেদবিৎ) বিণ. বি. বেদজ্ঞ, বেদ জানেন এমন।
বেদবিহিত বিণ. বেদের মতে উচিত এমন।
বেদব্যাস বি. বেদের বিভাগকর্তা ব্যাসমুনি যিনি পরাশর ও সত্যবতীর পুত্র।
বেদমন্ত্র বি. বেদের মন্ত্র।
বেদমাতা (-তৃ) বি. গায়ত্রী।
Leave a Reply