বেত্র [ bētra ] বি. 1 বেত গাছ (বেত্রকুঞ্জ); 2 বেতের ছড়ি বা চাবুক (বেত্রাঘাত)।
[সং. √ বী + ত্র]।
বেত্রদণ্ড বি. 1 বেতের ছড়ি; 2 বেত্রাঘাতরূপ শাস্তি।
বেত্রধর বিণ. বেত্রদণ্ডধারী।
বেত্রপাণি বিণ. হাতে বেত্রদণ্ড আছে এমন। ☐ বি. বেত্রধারী গুরুমহাশয়।
বেত্রবতী বিণ. (স্ত্রী.) বেত্রদণ্ডধারিণী। ☐ বি. প্রাচীন মালবদেশের নদীবিশেষ।
বেত্রাঘাত বি. বেতের ছড়ি দিয়ে আঘাত।
বেত্রাহত বিণ. বেতের ছড়ির দ্বারা প্রহৃত।
Leave a Reply