বেতার1 [ bētāra1 ] বিণ. 1 বিস্বাদ, খারাপ স্বাদযুক্ত; 2 স্বাদহীন। [সং. বি + বাং. তার (=স্বাদ)]।
বেতার2 [ bētāra2 ] বিণ. তারহীন, তার নেই এমন (বেতারবার্তা, বেতার-সংকেত)।
☐ বি. রেডিয়ো (বেতারে সংবাদ শোনা)।
[ফা. বে + সং. তার]।
বেতারবার্তা বি.
1 তারের সাহায্য ছাড়া প্রেরিত খবর; ওয়্যারলেসে প্রেরিত খবর;
2 রেডিয়োতে সস্প্রচারিত খবর।
বেতারযন্ত্র বি. যে যন্ত্রদ্বারা বিনা তারে দূরবর্তী স্হানে সংবাদাদি পাঠানো যায়, রেডিয়ো।
Leave a Reply