বেড়া1 [ bēḍ়ā1 ] ক্রি. বেষ্টন করা, ঘেরা (ঘোলা জল বাড়িটাকে বেড়ে আছে)।
☐ বি. বেষ্টন; যার দ্বারা বেষ্টন করা বা ঘেরা হয়, বেষ্টনী (বেড়া ভাঙা)।
☐ বিণ. বেষ্টনকারী, যা ঘিরে রাখে (বেড়া আগুন, বেড়াজাল)।
[প্রাকৃ. বেঢ়্ (< সং. বেষ্ট্) + বাং. আ]।
বেড়া2 [ bēḍ়ā2 ] ক্রি. বেড়ানো, ভ্রমণ করা।
[বেড়া দ্র]।
বেড়ানো ক্রি. বি. 1 ভ্রমণ বা বিচরণ করা; 2 পায়চারি করা, হাঁটা (ছাদে একটু বেড়াচ্ছি)।
☐ বিণ. বেড়ানো হয়েছে বা বেড়িয়েছে এমন।
বেড়াবেণি, বেড়াবেণী বি. মেয়েদের চুলের দুটি বেণি গোল করে বাঁধার প্রক্রিয়া।
Leave a Reply