বেচা [ bēcā ] ক্রি. বি. 1 বিক্রয় করা (কেনাবেচা ভালোই চলছে); 2 বেচানো।
☐ বিণ. বিক্রীত (বেচা জিনিস); বিক্রয়লব্ধ।
[হি. √ বেচ < সং. বি + √ ক্রী]।
বেচাকেনা, কেনাবেচা বি. ক্রয়-বিক্রয়, বিকিকিনি।
বেচানো ক্রি. বি. বিক্রয় করানো।
☐ বিণ. উক্ত অর্থে।
Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)
Leave a Reply