বৃষ্টি [ bṛṣṭi ] বি.
1 মেঘ থেকে জলের পতন, বর্ষণ;
2 মেঘ থেকে পতিত জল (বৃষ্টিতে ভেজা);
3 উপর থেকে ছড়িয়ে দেওয়া (পুষ্পবৃষ্টি);
4 উপর থেকে বৃষ্টির মতো নীচে পড়া (পুষ্পবৃষ্টি)।
[সং. √বৃষ্ + তি]।
বৃষ্টিপাত বি. মেঘ থেকে বারিবর্ষণ।
বৃষ্টিবাদল বি. বর্ষা, বর্ষাবাদল (বৃষ্টিবাদলে বাইরে না বেরোনোই ভালো)।
বৃষ্টিবিন্দু বি. বৃষ্টির জলের ফোঁটা।
বৃষ্টিমাপক যন্ত্র বি. যে যন্ত্রে বৃষ্টির পরিমাণ মাপা হয়।
বৃষ্টিস্নাত বিণ. বৃষ্টির জলে সম্পূর্ণ সিক্ত।
বৃষ্টিহীন বিণ. বৃষ্টি নেই এমন (এ-মাসে একটা বৃষ্টিহীন দিন পাওয়া গেল না)।
Leave a Reply