বৃষ, বৃষভ [ bṛṣa, bṛṣabha ] বি. 1 ষাঁড়, ষণ্ড, বলদ (বৃষস্কন্ধ); 2 (জ্যোতিষ.) রাশিচক্রের দ্বিতীয় রাশি (সচ. বৃষরাশি)।
[সং. √ বৃষ্ + অ, √ বৃষ্ + অভ]।
বৃষকাষ্ঠ বি. বৃষোত্সর্গ শ্রাদ্ধে বৃষকে বাঁধবার খুঁটি।
বৃষধ্বজ, বৃষবাহন বি. শিব।
বৃষস্কন্ধ বিণ. 1 ষাঁড়ের মতো স্হূল ও প্রশস্ত স্কন্ধবিশিষ্ট; 2 অতিশয় বলবান।
Leave a Reply