বৃন্ত [ bṛnta ] বি. 1 ফুল ফল বা পাতার বোঁটা; 2 স্তনাগ্র, স্তনের বোঁটা।
[সং. √ বৃ + ত, ন্ আগম (নি.)]।
বৃন্তচ্যুত বিণ. বোঁটা থেকে খসে পড়েছে এমন (বৃন্তচ্যুত কুসুম)।
বৃন্তহীন বিণ. বৃন্ত নেই এমন, বৃন্তচ্যুত (‘বৃন্তহীন পুষ্পসম আপনাতে আপনি বিকশি’: রবীন্দ্র)।
Leave a Reply